ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
বর্তমানে নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গাজী আশরাফ হোসেন লিপু, সঙ্গে রয়েছেন আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন ধরে এ দুজনই নির্বাচনী দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে সাবেক ক্রিকেটার হান্নান সরকার পদত্যাগ করলে প্যানেলে একটি শূন্যতা তৈরি হয়।
গত ৭ মাস ধরে লিপু ও রাজ্জাক দু’জন মিলে পুরো দায়িত্ব পালন করলেও চাপ কমাতে বিসিবি নতুন নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নেয়। আলোচনায় ছিলেন সাজ্জাদ হোসেন শিপনও। তবে শেষ পর্যন্ত বোর্ডের আস্থা যায় হাসিবুল হোসেন শান্তর ওপরেই।
শান্ত, যিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, নতুন এই দায়িত্ব পেয়ে ক্রিকেট অঙ্গনে ফের আলোচনায় এলেন। বিশ্লেষকরা মনে করছেন, তার অভিজ্ঞতা জাতীয় দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...