বিজ্ঞাপন
গ্রেপ্তার সুবর্ণা কুমিল্লা সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সুবর্ণা একজন পেশাদার মাদক কারবারি। শনিবার সন্ধ্যায় তিনি ১৪ কেজি গাঁজা নিয়ে সোনাইমুড়ী বাসস্ট্যান্ডে আসেন। গ্রেপ্তার এড়াতে কুমিল্লা থেকে সরাসরি ঢাকা না গিয়ে তিনি সোনাইমুড়ী হয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেন। তবে বাসে ওঠার পর গাঁজার গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে ১৪ কেজি গাঁজাসহ আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, “তরুণীর সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...