ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দেখা যাবে না জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। ক্যারিয়ারের উন্নতির লক্ষ্যে বিপিএলে না খেলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নিতে বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। তার আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছে। ফলে বিপিএল চলাকালীনও নির্বিঘ্নে বিগ ব্যাশ খেলতে পারবেন রিশাদ।
বিগ ব্যাশের গত আসরে হোবার্ট হারিকেন্সের ড্রাফট থেকে দলে ভেড়ালেও জাতীয় দলের দায়িত্ব ও বিপিএলের কারণে খেলতে পারেননি রিশাদ। তবে তরুণ এই স্পিনারের ওপর আস্থা হারায়নি ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও দলের উপদেষ্টা রিকি পন্টিংয়ের বিশেষ পরামর্শেই তাকে এবারও দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হারিকেন্স। আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে নতুন মৌসুম, আর ফাইনাল হবে আগামী বছরের ২৫ জানুয়ারি।
মাত্র ২৩ বছর বয়সেই রিশাদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সম্ভাবনার প্রমাণ রেখেছেন। টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে তিনি শিকার করেছেন ৫২টি উইকেট, আর ওয়ানডেতে ৯ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। শুধু বল নয়, ব্যাট হাতেও ঝড় তোলার ক্ষমতা রাখেন তিনি। তাই বিপিএলে না খেললেও, বিশ্বমঞ্চে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...