Logo Logo

সুনামগঞ্জের জামালগঞ্জে যুবদল নেতা মাহবুবুর রহমানের জনসংযোগ


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে প্রবীণদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ) আসনের নিজ উপজেলা জামালগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর, নাজিমনগর, ফেনারবাক বাজার, হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁও, মাতারগাঁও, রাজাপুর ও শান্তিপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচার করেন।

গণসংযোগের পাশাপাশি মাহবুবুর রহমান সরকার আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নেন।

তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী। জনগণের ভালোবাসা নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে চাই।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য আজিজুর রহমান, জাকির হোসেন ও ময়না মিয়া।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি তালুকদার, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা এবং ছাত্রদল নেতা দ্বীন মোহাম্মদ স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও নেতাকর্মীরা সফরসঙ্গী ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...