বিজ্ঞাপন
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই ম্যাচে বিজয়ী দল ভারতের বিপক্ষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনালে স্থান পাকা করেছে।
দুই দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে। ২৫টি ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ২০টিতে, বাংলাদেশ কেবল ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানই এগিয়ে ৮ জয়ের বিপরীতে বাংলাদেশের একটিমাত্র জয়। তবে সাম্প্রতিক পাঁচ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা উন্নতি দেখিয়েছে; পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে।
বাংলাদেশের জন্য এই ম্যাচে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। ভারতের বিপক্ষে ৪১ রানের পরাজয়ের পর নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসতে পারেন। সঙ্গে থাকতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। টাইগারদের লক্ষ্য স্পষ্ট – জয় পেয়ে ফাইনালে ওঠা।
পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, “বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদের প্রথমে নিজেদের দিকে নজর দিতে হবে। সব বিভাগে ভালো খেলা প্রয়োজন। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকে।”
উল্লেখ্য, সুপার ফোর পর্বে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে জয়ী করে প্রথম ম্যাচটা শুরু করেছিল। এরপর ভারতের কাছে বাংলাদেশের হার। এবারই হবে দুই দলের মধ্যে ফাইনালে যাওয়ার শীর্ষ লড়াই।
এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ স্তরে। যে দল জিতবে, তারই হয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে ভারতীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সুযোগ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...