ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
গতকাল (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত ৫টি ক্যাচ ছেড়েছে। ৬৯ রান করা সাইফ হাসান একাই চারবার জীবন পেয়েছেন। টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের বিপক্ষে এটাই সর্বোচ্চ ক্যাচ ফেলার নজির ভারতের। এর আগে সুপার ফোরে পাকিস্তান ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছে ভারত।
সব মিলিয়ে এবারের এশিয়া কাপে ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের (১১) চেয়ে যা একটি বেশি। বাংলাদেশ ৮টি ক্যাচ ছেড়েছে। বাংলাদেশ এই তালিকায় তৃতীয়, ৬টি ক্যাচ ছেড়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। এর বিপরীতে পাকিস্তানের ফিল্ডাররা বেশ ভালো করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে প্রায়ই রসিকতা হয়। কিন্তু চলতি আসরে দলটি ক্যাচ ছেড়েছে মাত্র তিনটি। আর সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। সবমিলিয়ে ৮৬.৩ শতাংশ ক্যাচ সফলভাবে নিয়েছে পাকিস্তান, শতাংশের হিসাবে এটাই সর্বোচ্চ। ভারত ক্যাচ নিতে পেরেছে ৬৭.৫ শতাংশ। বাংলাদেশ ৭৪.১ শতাংশ।
এশিয়া কাপে কেন এত ক্যাচ মিস হচ্ছে? এর কারণ হতে পারে আধুনিক প্রযুক্তির ফ্লাডলাইটের ব্যবস্থা। আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ‘রিং অব ফায়ার’ ডিজাইনের। কিন্তু ক্রিকেট–বিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট পাইলন স্টাইলের। ফুটবল স্টেডিয়ামে রিং অব ফায়ার ডিজাইনের ফ্লাডলাইটের প্রচলন বেশ আগে থেকেই। কিন্তু ক্রিকেটে এটা অপেক্ষাকৃত নতুন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...