Logo Logo

পিআর পদ্ধতিসহ ৫ দফা: নীলফামারীর রাজপথে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


Splash Image

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ডিসি মোড়ে এই কর্মসূচী পালিত হয়।


বিজ্ঞাপন


জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না এবং এই পদ্ধতিই স্বৈরাচারমুক্ত সরকার নিশ্চিত করতে পারে।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ চালু, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং বর্তমান সরকারের সময়ের কথিত দুর্নীতি ও নির্যাতনের বিচার করা। এছাড়াও বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...