Logo Logo

বুলবুল-তামিমসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন


Splash Image

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। তার আগে আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালকের পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ কার্যক্রম চলে শেরে-ই-বাংলা প্রাঙ্গণে।


বিজ্ঞাপন


সকাল থেকেই প্রাঙ্গণ ছিল মুখর। সারাদিনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন।

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩, চট্টগ্রাম-৫, খুলনা-৩, রাজশাহী-৪, সিলেট-৩, রংপুর-৬ এবং বরিশাল-১ প্রার্থী।

ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন, আর ক্যাটাগরি ৩ থেকে নিয়েছেন ৩ জন। এই ক্যাটাগরিতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট।

পরিচালক পদের মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনের বিস্তারিত প্রার্থী তালিকা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক থাকবেন। এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর ভোট দেবেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে, আর তৃতীয় ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকই সভাপতির নির্বাচন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...