বিজ্ঞাপন
জানা গেছে, গত সোমবার (১৮ আগস্ট) নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বে মধুমতি ও তালতলা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়। পরবর্তীতে বলগেটটি নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদারের জিম্মায় রেখে জব্দ তালিকাভুক্ত করা হয়।
কিন্তু গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেই বলগেটটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কে বা কারা এটি সরিয়ে নিয়েছে, তা এখনও অজানা।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল সিকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান এবং পরবর্তীতে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ রোববার সকালে বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমেই শুনেছি। খোঁজ নিচ্ছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অবৈধ বালু উত্তোলন ও জব্দকৃত বলগেট নিখোঁজের এই ঘটনা এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...