Logo Logo

ফেনীতে ছাত্রদল নেতা নাদিম উদ্দিনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


Splash Image

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল তাদের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের নামে দায়েরকৃত মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, “বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও সুবিধাবাদী শক্তির পতন আজও হয়নি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেই এখন মিথ্যা মামলা-হামলার শিকার হতে হচ্ছে। আমাদের আহবায়ক নাদিম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্রসমাজকে সংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য।”

নয়ন আরও অভিযোগ করেন, “এই মামলা আসলে গণতন্ত্রকামী তরুণ নেতৃত্বকে দমিয়ে রাখার নীলনকশা ছাড়া আর কিছু নয়। যারা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তাদের কণ্ঠরোধ করতেই এ ধরনের ষড়যন্ত্র চলছে।”

তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং হুশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

রাজনৈতিক মহল বলছে, স্থানীয়ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নতুন কিছু নয়। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারের প্রভাব খাটিয়ে তরুণ নেতৃত্বকে দমন করতেই বারবার এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...