Logo Logo

নোয়াখালীতে গভীর রাতে গোসল করতে গিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


Splash Image

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।


বিজ্ঞাপন


চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তার তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের জামালের বাড়িতে।

নিহত গৃহবধূ নাসিমা বেগম (২৮) ছিলেন একই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে নাসিমা বেগম স্বামীর সঙ্গে শারীরিক মেলামেশা করেন। এরপর রাত ৩টার দিকে স্বামীসহ বাড়ির পুকুরে গোসল করতে যান এবং সেখানে কাপড় ধোয়ার কাজও করেন।

ওই সময় তার স্বামী গোসল শেষ করে আগে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে স্বামীর ঘুম ভাঙলে তিনি স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় পুকুর থেকে গৃহবধূ নাসিমাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি মো. শাহীন মিয়া আরও জানান, মরদেহ মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বজনেরা স্বামীকে অভিযুক্ত করেননি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...