Logo Logo

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সততার পুরস্কার পেলেন হাটহাজারীর মোঃ এনাম


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে অসহায়, গরিব ও অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ এনামুল হক এনামকে নতুন প্যাডেল রিকশা উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনামুল হকের হাতে এই রিকশা তুলে দেওয়া হয়।

হাটহাজারী পৌরসভার অলিগলিতে ঘুরে বেড়ানো এনামের রিকশাটি সবার কাছে এক বিশেষ দৃষ্টান্ত হয়ে উঠেছে। রিকশার গায়ে বড় অক্ষরে লেখা— “অসহায় রোগীদের জন্য ফ্রি সার্ভিস, টাকা নয় দোয়া চাই, রিকশা চালক এনাম ভাই।” নিচে দেওয়া আছে যোগাযোগের মোবাইল নম্বর।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এনাম বিনা ভাড়ায় অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে গর্ভবতী নারীসহ শত শত মানুষ তার এই সেবার সুবিধা পেয়েছেন।

৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হক এনাম মৃত সিরাজুল হকের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি। সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণীর পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ফটিকা ৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করছেন।

মানবিক এই উদ্যোগের পেছনে রয়েছে এক বেদনাদায়ক অভিজ্ঞতা। এনাম বলেন, “একদিন আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার পর বাসায় ফেরার পথে আমার কাছে ভাড়া ছিল না। অনেক রিকশাওয়ালার কাছে অনুরোধ করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরি। সেই দিনের কষ্ট আর অপমান আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করি, সুস্থ হলে আমি গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেব।”

সেই প্রতিজ্ঞার ধারাবাহিকতায় এনাম প্রায় ২৫০–৩০০ জন রোগীকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে বিনা ভাড়ায় পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন। প্রতিদিন অন্তত তিন-চারজন দরিদ্র মানুষ তার এই সেবার সুযোগ নেন।

মানবিকতার অনন্য এই দৃষ্টান্তের স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসন তার হাতে নতুন রিকশা তুলে দিয়েছে। এনাম বলেন, “আমি দোয়া চাই। যতদিন বাঁচবো, ততদিন অসহায় মানুষের পাশে থেকে এভাবে কাজ করে যেতে চাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...