বিজ্ঞাপন
এশিয়া কাপে ব্যাট হাতে সাইম আইয়ুবের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৭ ম্যাচ খেলে মাত্র দুবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন, যার মধ্যে রয়েছে তিনটি 'টানা ডাক' সহ মোট চারটি শূন্য। তবে ব্যাটিংয়ের এই ব্যর্থতা তিনি পুরোপুরি পুষিয়ে দিয়েছেন বল হাতে। টুর্নামেন্টে দুর্দান্ত ও মিতব্যয়ী বোলিং করে শিকার করেছেন ৮টি গুরুত্বপূর্ণ উইকেট। এর পুরস্কার হিসেবেই আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা সাইমের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছেন হার্দিক।
সাইমের এই উত্থানের দিনে র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আরও বেশ কিছু পরিবর্তন এসেছে। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপে রীতিমতো তাণ্ডব চালানো এই ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশত রানের পর ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেন, যা টি-টোয়েন্টি ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ।
এদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও রয়েছে সুখবর। ব্যাটারদের র্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন ওপেনার সাইফ হাসান। দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটার আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৫৫। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে এখন বিশ্বের ২০তম সেরা টি-টোয়েন্টি বোলার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...