Logo Logo

সিরিজ জয়ের পরও জাকের আলী অনিককে নিয়ে রয়ে গেছে প্রশ্ন


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে এই জয়ের মাঝেও দলের ব্যাটিং লাইনআপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুরো সিরিজ জুড়েই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পড়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেনি। এই ব্যর্থতার পর দলটির অধিনায়ক জাকের আলী অনিককে নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে। অনেকেই বলছেন, যিনি দলে নিজের জায়গা নিশ্চিত করতে পারেন না, তাকে অধিনায়ক করা কতটা যুক্তিযুক্ত—সে প্রশ্ন এখন আলোচনায়। অন্যদিকে, কেউ কেউ মনে করেন জাকেরের নেতৃত্বে ইতিবাচক দিক রয়েছে, তবে ব্যাট হাতে তার পারফরম্যান্সে উন্নতি আনা জরুরি।

পেশিতে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন দাস সিরিজ থেকে ছিটকে গেছেন। এর আগেও এশিয়া কাপে লিটন ফিট না থাকায় জাকের আলী নেতৃত্ব দিয়েছিলেন দুই ম্যাচে, যদিও দুটিতেই হেরেছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেট কিংবা বয়সভিত্তিক দলে জাকেরের কোনো নেতৃত্বের অভিজ্ঞতা ছিল না, তাই হঠাৎ জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভারতের বিপক্ষে ও পাকিস্তানের বিপক্ষে সেই দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ ও ৫ রান, যা তার ব্যাটিং দুরবস্থার চিত্রই ফুটিয়ে তোলে।

বাংলাদেশ দলের নেতৃত্বে বিকল্পের ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠছে। মে মাসে সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর মেহেদি হাসানকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে নেতৃত্বের উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হলেও, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে সেই দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে, আফগানিস্তান সিরিজ জয়ের আনন্দের মাঝেও বাংলাদেশ দলে নেতৃত্ব সংকটের বাস্তবতা নতুন করে সামনে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...