ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বুধবার প্রকাশিত এই সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিংয়ে সাইফ ১৭ ধাপ উন্নতি করে ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করেন তিনি। সিরিজে মোট ৮২ রান করার পাশাপাশি শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন সাইফ। র্যাংকিংয়ে এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান, পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি।
সাইফের পাশাপাশি উন্নতি হয়েছে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমেরও। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করে ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তম স্থানে উঠেছেন তিনি। প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন এই বাঁ-হাতি ওপেনার। অপর ওপেনার ইমনও র্যাংকিংয়ে উন্নতি করেছেন ১৮ ধাপ; বর্তমানে তিনি ৫০৪ রেটিং নিয়ে ৫৩তম স্থানে আছেন।
বোলারদের তালিকায় বড় অগ্রগতি হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া এই স্পিনার ৮৭ ধাপ উন্নতি করে ৫২৫ রেটিংসহ ৪৪তম স্থানে উঠেছেন। একইসঙ্গে পেসার তানজিম হাসান সাকিবও ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন। এদিকে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থান ধরে রেখেছেন, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।
বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব। বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিক উন্নতি সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে নতুন আশার আলো জাগাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...