Logo Logo

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম


Splash Image

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৭ বল খেলে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রান স্পর্শ করেছেন। এশিয়ার কোনো ব্যাটার এই মাইলফলক আগে স্পর্শ করেননি।


বিজ্ঞাপন


এই বিশেষ কীর্তি স্পর্শের পর বাবরের রান এখন ৩০২১, যা তিনি ৩৭টি ম্যাচে অর্জন করেছেন। যদিও এদিন বড় ইনিংস খেলা সম্ভব হয়নি, বাবর ৪৮ বলে ২৩ রান করে হ্যামারের শিকার হন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রান স্পর্শ করা বাবর আজম এশিয়ার প্রথম ব্যাটার হলেও, এ মাইলফলক স্পর্শের আগে ৭ জন ব্যাটার ইতিমধ্যে এটি অর্জন করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের জো রুট একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজারের বেশি রান করেছেন (৬০৮০)। এছাড়া অস্ট্রেলিয়ার দুই ব্যাটার স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস লাবুশানে (৪২২৫) ৪ হাজার রান পার করেছেন। বেন স্টোকস ৩৬১৬, ট্রাভিস হেড ৩৩০০, উসমান খাজা ৩২৮৮ এবং জ্যাক ক্রলি ৩০৪১ রান সহ তালিকায় আছেন।

বাবর আজমের এই অর্জন পাকিস্তান ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত এবং এশিয়ার ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক কীর্তি হিসেবে লেখা থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...