Logo Logo

সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হাতে আছে ২৪ ম্যাচ


Splash Image

বছর কয়েক আগেও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করত বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ৫০ ওভারের ফরম্যাটেই ছিল টাইগারদের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারায় ভাটা পড়েছে। টানা হারের বৃত্তে পড়ে এখন ওয়ানডেতে জয় যেন ভুলতে বসেছে বাংলাদেশ দল। ফলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।


বিজ্ঞাপন


তবে এই শঙ্কা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে গুঞ্জন চলছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, চলমান আফগানিস্তান সিরিজ কিংবা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশকে কোয়ালিফাইং পর্ব খেলতে হবে। কিন্তু বিসিবি জানিয়েছে, এখনই এমন কোনো সিদ্ধান্তের প্রশ্নই আসে না।

বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল। এছাড়া স্বাগতিক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া স্বয়ংক্রিয়ভাবে খেলবে মূল পর্বে। যদি দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থেকে যায়, তবে সরাসরি সুযোগ পাবে শীর্ষ ৯ দল। অর্থাৎ বাংলাদেশকে অন্তত নবম স্থানে থাকতে হবে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য।

বিসিবি আরও জানিয়েছে, র‌্যাংকিংয়ের ভিত্তিতে এই বাছাই চূড়ান্ত করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগেই বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে, যেগুলোর ফলাফল সরাসরি প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে। তাই এখনই শঙ্কা তৈরির কোনো কারণ দেখছে না বোর্ড।

বিশ্বকাপের আগে বাংলাদেশের নির্ধারিত ওয়ানডে সূচি:

আফগানিস্তান: ১ ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে

পাকিস্তান: ৩ ওয়ানডে

নিউজিল্যান্ড: ৩ ওয়ানডে

অস্ট্রেলিয়া: ৩ ওয়ানডে

জিম্বাবুয়ে: ৫ ওয়ানডে

আয়ারল্যান্ড: ৩ ওয়ানডে

ভারত: ৩ ওয়ানডে

এতগুলো ম্যাচের সুযোগ কাজে লাগাতে পারলে র‌্যাংকিংয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা করছে বিসিবি ও সমর্থকরা। এখন দেখার বিষয়, ওয়ানডে ফরম্যাটে পুরনো ছন্দে ফিরতে পারে কিনা লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...