Logo Logo

নুরুল ইসলামকে ধানের শীষের প্রার্থী করার দাবি

সুনামগঞ্জে স্মরণকালের বৃহত্তম নারী সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে স্মরণকালের বৃহত্তম নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই নারী সমাবেশে হাজির ছিলেন সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ধর্মের হাজারো নারী। উপস্থিত নারীদের খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে বাসস্টেশন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। অনুষ্ঠানে ৩১ দফা লিফলেট বিতরণের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আ. ত. ম. মিসবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, মো. রেজাউল হক, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মো. ফুল মিয়া, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

নারী নেত্রীরা সমবেতভাবে দাবি জানান—সুনামগঞ্জ-৪ আসনটি বিএনপির দখলে আনতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে তৃণমূলের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকেই মনোনয়ন দিতে হবে। তাঁদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং জেলার বিএনপি কর্মীদের জন্য অভিভাবকের ভূমিকা পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “বেগম খালেদা জিয়া দেশের সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি সরকার নারীদের শিক্ষার মান উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা জোরদারে বহু পদক্ষেপ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নারীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং বয়স্ক, বিধবা ও অসহায় নারীদের ভাতা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

তিনি বলেন, “আমরা জনগণের কাছে ৩১ দফার কার্যক্রম তুলে ধরছি এবং নারীদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”

সমাবেশ শেষে নারীদের একটি বিশাল মিছিল পুরাতন বাসস্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...