Logo Logo

বাংলাদেশের মানুষ এবার দাড়ীপাল্লায় ভোট দিতে প্রস্তুত : গোলাম পরোয়ার


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, “সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে, তা সারা দেশে পৌঁছে দিতে হবে।”


বিজ্ঞাপন


সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার তালা উপজেলায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, “জামায়াতে ইসলামি গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকতে হবে। একটি পক্ষ আমাদের গণজোয়ার থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই দেশের প্রতিটি নাগরিককে এবার দাড়ী পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, শান্তি, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র-যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...