Logo Logo
খেলা

টাইগার ত্রয়ীর নেতৃত্বে লাহোরের ফাইনাল মিশন


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত।।

পিএসএল ২০২৫-এর ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপার লড়াইয়ে নামছেন বাংলাদেশের তিন তারকা—সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো পিএসএল ট্রফি উঠতে পারে কোনো বাংলাদেশির হাতে।


বিজ্ঞাপন


আজ রাত ৮:৩০টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বসতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসরের ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর রাত অপেক্ষা করছে, আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত। লাহোর কালান্দার্সের জার্সিতে ফাইনালে নামছেন বাংলাদেশের তিন তারকা—সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। জয় পেলে প্রথমবারের মতো পিএসএল ট্রফি উঠবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের হাতে।

ফাইনালে মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটরস। লাহোর নিজের হোম গ্রাউন্ডে খেলার সুবিধা পাবে, যদিও বৃষ্টির পূর্বাভাস থাকায় সোমবার (২৬ মে) রাখা হয়েছে রিজার্ভ ডে।

লাহোর গ্রুপ পর্বে কিছুটা ধুঁকলেও প্লে-অফে নিজেদের ফিরে পেয়ে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, সৌদ শাকিলের নেতৃত্বে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবারের আসরে ছিল দুর্দান্ত ছন্দে। লিগ পর্বে সাত জয়ের মাধ্যমে শীর্ষস্থান দখল করে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেয়।

আরও পড়ুন

অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা