Logo Logo

বেগমগঞ্জে পিস্তল-গুলিসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম ফয়েজ আহমেদ। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করেন তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে মঙ্গলবার রাতে ফয়েজের বাড়ি তল্লাশি চালানো হয়। অভিযানে তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইনে, অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বেগমগঞ্জ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...