Logo Logo

‘আমার ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট দেখিনি’- ক্রিকেটার রুবেল


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে বারবার নিজেরাই ফাঁদে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে সমালোচনা। মাস তিনেক আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা ও প্রধান কোচ মাইক হেসন মুখ খুলেছিলেন এই উইকেট নিয়ে। এবারও সেই একই সমালোচনার মুখে পড়েছে মিরপুরের উইকেট।

আধুনিক ওয়ানডে ক্রিকেটে যেখানে ৩০০ থেকে ৪০০ রান এখন নিয়মিত দৃশ্য, সেখানে মিরপুরে ২০০ রান পেরোলেই সেটি হয়ে ওঠে জয়সূচক সংগ্রহ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই সেটির প্রমাণ মিলেছে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ২০৭ রান করেও জিতেছে ৭৪ রানে, আর দ্বিতীয় ম্যাচে দুই দল মিলে তুলেছে কেবল ২১৩ রান।

এমন ধীরগতির ও অসমান বাউন্সের উইকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরপুরের উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, “মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। সেভ জোনে ক্রিকেট খেলা বাদ দেন! এটা আগেও ছিল, এখনো আছে— কিছুই বদলায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট মানেই চ্যালেঞ্জ একসেপ্ট করা, কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই ভীষণ কষ্টকর! আমার ১২-১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট আমি কখনো দেখিনি।”

রুবেল আরও বলেন, “আপনি এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেন— এটা আসলে পিওর বোকামি! বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না, প্লিজ এই দেশের কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে— তাদের সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।”

বিশ্ব ক্রিকেট এখন যেখানে রান উৎসবে মেতে আছে, সেখানে মিরপুরের ধীর, ফাটা ও বোলার-সহায়ক উইকেট নিয়ে প্রশ্ন উঠছে— কেন বাংলাদেশ এখনো এমন পিচে আঁকড়ে আছে? বিশেষজ্ঞদের মতে, এমন উইকেট ক্রিকেটারদের আত্মবিশ্বাস নষ্ট করছে, ব্যাটারদের বিকাশে বাধা দিচ্ছে, এবং সামগ্রিকভাবে দেশের ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে। পরিবর্তনের দাবি তাই দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...