Logo Logo

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে গবি’তে তথ্যবহুল কর্মশালা


Splash Image

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ‘Guidelines for Students: Conference, Training and Post Graduation (Abroad)’ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) আয়োজনে অ্যাকাডেমিক ভবনের আইকিউএসি সম্মেলন কক্ষে এই কর্মশালা সম্পন্ন হয়।

জিবিসিডিসি এর সও-সাংগঠনিক সম্পাদক শুভ মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো : মোকলেসুর রহমান।

সেমিনারে 'Scientific Conference and symposium, Hands-on Training with fellowship, Travel Award, Abstract Submission, Visa Processing, Post Graduation (Abroad)' নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রধান বক্তা তার উচ্চশিক্ষার অভিজ্ঞতা শেয়ার করেন।

উচ্চশিক্ষার বিষয় নিয়ে সেমিনারের প্রধান বক্তা মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো : মোকলেসুর রহমান বলেন, "জিবিসিডিসির আয়োজিত এই সেমিনারে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। উপস্থিত সকলেই মনোযোগ সহকারে সেমিনারের আলোচনা আয়ত্ত করেছেন। শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার জন্য যা যা করা দরকার যেমন- গবেষণা, কনফারেন্স সব কিছুই করতে চায়। পাশাপাশি তাদের দক্ষতা অর্জনের জন্যও কাজ করতে চায়। আজকের কনফারেন্সে সবারই খুবই আগ্রহ ছিলো।"

জিবিসিডিসি এর সহ-সাংগঠনিক সম্পাদক শুভ মোল্লা বলেন, "আজকের সেমিনার খুবই শিক্ষণীয় ছিলো। আসলে বাহিরের দেশে যেতে হলে বা পড়াশোনার জন্য দরকার পরিশ্রম। পরিশ্রমের বিকল্প কোনো কিছুই নেই। এছাড়া সততা, ভাষাগত দক্ষতা, গবেষণা মুখি হওয়ার ও বিকল্প নেই।"

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

-গবি প্রতিনিধি, আবদুল্লাহ আল কাফি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...