Logo Logo

মিরপুরের ‘স্পিন স্বর্গে’ সৌম্য–সাইফের ব্যাটিং ঝড়, রেকর্ড জুটি বাংলাদেশের


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


মিরপুরের উইকেট বরাবরই পরিচিত স্পিন সহায়ক হিসেবে, যেখানে ব্যাটারদের জন্য রান তোলা বেশ কঠিন হয়ে পড়ে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচেও সেই চিত্রই দেখা গেছে। তবে সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরের সেই ‘কালো’ উইকেটেই ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন বাংলাদেশি দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।

ইনিংসের ১৬তম ওভারেই দলীয় শতরান স্পর্শ করে বাংলাদেশ, তাও আবার কোনো উইকেট না হারিয়ে। দীর্ঘ সময় পর এমন এক সফল উদ্বোধনী জুটি পেল টাইগাররা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে তামিম ইকবাল ও লিটন দাস ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন উদ্বোধনী উইকেটে।

এই ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে যান সৌম্য–সাইফ জুটি। ২৬তম ওভারে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন তিনি। তার বিদায়ে ভাঙে ১৭৬ রানের অসাধারণ উদ্বোধনী জুটি। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবালের ২৯২ রান। একই সঙ্গে, সব দল মিলিয়ে ২০১৫ সালের নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সেই সময় জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ১৪৭ রানের জুটি। এই পারফরম্যান্সে মিরপুরের উইকেটেও ব্যাটারদের দাপট ফেরানোর বার্তা দিলেন সৌম্য–সাইফ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...