Logo Logo

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

বিশ্ববাজারে এক লাফে ৫% বাড়ল তেলের দাম


Splash Image

রাশিয়ার প্রধান তেল সরবরাহকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২.৯৮ ডলার বা ৪.৮%, ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৫.৫৭ ডলার। একইসঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩.০১ ডলার বা ৫.২%, দাঁড়িয়েছে ৬১.৫১ ডলারে।—খবর রয়টার্সের।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার অর্থ হলো—রাশিয়ান তেলের প্রধান ক্রেতা চীন ও ভারতের শোধনাগারগুলো পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার আওতা থেকে বাদ পড়া এড়াতে এখন বিকল্প সরবরাহকারীর সন্ধানে নামবে।

এরই মধ্যে যুক্তরাজ্য গত সপ্তাহে রোসনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে রাশিয়ান এলএনজি আমদানির নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “তেলের বাজারে নিষেধাজ্ঞার প্রভাব অনেকাংশে নির্ভর করবে ভারতের প্রতিক্রিয়ার ওপর এবং রাশিয়া নতুন ক্রেতা খুঁজে পায় কি না তার ওপর।”

ইউক্রেন যুদ্ধের পর ভারত সমুদ্রপথে রাশিয়ান অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। তবে বৃহস্পতিবার ভারতের শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার ফলে দেশটির পরিশোধনাগারগুলো রাশিয়ান তেল আমদানি তীব্রভাবে কমিয়ে আনতে পারে।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, রাশিয়ান অপরিশোধিত তেলের শীর্ষ ভারতীয় ক্রেতা, বেসরকারি মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই ধরনের আমদানি সম্পূর্ণরূপে হ্রাস বা বন্ধ করার পরিকল্পনা করছে।

তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান তেল সরবরাহ ও বৈশ্বিক চাহিদার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনও বাজারে সংশয় রয়ে গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...