Logo Logo

কলকাতার নতুন কোচের নাম প্রকাশ


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অবশেষে পেয়ে গেল নতুন প্রধান কোচ। গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধান চালাচ্ছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। ইয়ন মরগানসহ একাধিক নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত নিজেদের পুরনো মুখ অভিষেক নায়ারের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

ভারতের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কেকেআরের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করা নায়ারকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘কয়েক দিন আগে নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ও পরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে তিনি কেকেআরের অন্যতম সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও তিনি দলটির বিভিন্ন দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ধরে। ড্রেসিংরুমের পরিবেশ, খেলোয়াড়দের মনোভাব—সব কিছু সম্পর্কে তিনি ভালো জানেন। ক্রিকেটারদের সঙ্গেও তার সম্পর্ক দারুণ। সেই কারণেই প্রধান কোচ হিসেবে নায়ারকে বেছে নেওয়া হয়েছে।’

কয়েক দিনের মধ্যেই অভিষেক নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে নায়ার মহিলা প্রিমিয়ার লিগের ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেটে তরুণ ব্যাটারদের গড়ে তুলতেও তাঁর অবদান প্রশংসনীয়। রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং উন্নত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো খেলোয়াড়রা নায়ারের হাত ধরেই নিজেদের জায়গা করে নিয়েছেন।

সব মিলিয়ে, অভিষেক নায়ারের অভিজ্ঞতা, খেলোয়াড়দের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের ভেতরের গতিবিধি সম্পর্কে গভীর ধারণাই তাঁকে কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে এগিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...