Logo Logo

ঢাবির জহুরুল হক হলে ধূমপান-মাদক সেবন নিষিদ্ধ


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। সম্প্রতি প্রাধ্যক্ষের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলে প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় কেউ ধরা পড়লে দেশের প্রচলিত আইনে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে


বিজ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। সম্প্রতি প্রাধ্যক্ষের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলে প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় কেউ ধরা পড়লে দেশের প্রচলিত আইনে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আর মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবক ডেকে এনে হলে থেকে বহিষ্কার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কেউ ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হবে।

প্রাধ্যক্ষের দপ্তর থেকে শিক্ষার্থীদের উদ্দেশে জানানো হয়েছে, “হল প্রাঙ্গণ শিক্ষার্থী ও আবাসিকদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। গত জুনে ঢাবির স্যার এ এফ রহমান হলে প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ একই ধরনের নির্দেশনা জারি করেছিলেন। তিনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন এবং ধরা পড়লে ২০০ টাকা জরিমানার বিধান করেন। এছাড়া, মাদক সেবনের প্রমাণ মিললে অভিভাবকের উপস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে পুনর্বাসনের উদ্যোগের কথাও জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো আবাসিক হলগুলোতে একটি স্বাস্থ্যসম্মত ও ইতিবাচক শিক্ষার পরিবেশ বজায় রাখা। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্যোগটির প্রতি ইতিবাচক সাড়া দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক শিক্ষার্থী বলেন, “এমন পদক্ষেপ হলে পরিবেশ অনেকটা উন্নত হবে। মাদক ও ধূমপানের কারণে হলের পরিবেশ নষ্ট হচ্ছিল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...