ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। সভায় সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম সভাতেই কোয়াবের কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে দায়িত্ব বণ্টন ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতি মিঠুন জানান, দেশের সব পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থার জায়গা হিসেবে কোয়াবকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, “কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকেও সময় বের করে ক্রিকেটারদের পাশে থাকব এবং কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করব।”
কার্যনির্বাহী কমিটিতে বর্তমান পুরুষ ক্রিকেটারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আকবর আলী। এছাড়া তহবিল সংগ্রহ কমিটির দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সভায় উপস্থিত সদস্যরা কোয়াবের ভবিষ্যৎ পরিকল্পনা, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সংগঠনকে আরও কার্যকর করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল ক্রিকেটারদের নিজস্ব সংগঠন কোয়াব, যা দেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...