ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ডিএল মেথডে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ায় অনুষ্ঠিত ম্যাচে বড় লক্ষ্য তাড়ায় টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের দুর্দান্ত জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় যুবারা। শেষ বিকেলে আলোকস্বল্পতার কারণে ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই খেলা বন্ধ হয়ে যায়, তাতে ডিএল মেথডে এগিয়ে থাকায় জয় পায় বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে উজাইরউল্লাহ নিয়াজাই খেলেন অনবদ্য ১৪০ রানের ইনিংস, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি দলকে প্রতিযোগিতামূলক পুঁজিতে পৌঁছে দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন, যিনি একাই ৫টি উইকেট নেন। রিজান হোসেন যোগ করেন আরও দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৭ বলে ১০ রান করে ফিরলে, অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৫ বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার রিফাত বেগ ৩০ বলে ২৬ রান করেই থামেন। দলীয় ৬০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপে, তখন দলের হাল ধরেন রিজান ও কালাম।
চতুর্থ উইকেটে এই দুজন মিলে গড়েন ১৩৯ রানের দারুণ জুটি। ইনিংস গড়ে তোলেন কালাম সিদ্দিকি, যিনি ১১৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১০১ রানে আউট হন। অপর প্রান্তে রিজান হোসেন দায়িত্বশীল ইনিংস খেলতে থাকেন। তবে খেলার শেষ দিকে আলোকস্বল্পতার কারণে ম্যাচ আর চালানো সম্ভব হয়নি। ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। ডিএল মেথডে সেই অবস্থায় ৫ রানে এগিয়ে থাকায় জয় পায় বাংলাদেশের যুবারা।
কালামের সেঞ্চুরি, রিজানের অলরাউন্ড পারফরম্যান্স এবং ইমনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে হারিয়ে সিরিজে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...