বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নিজ গ্রাম নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দোনদরি দাখিল মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করেন স্টার স্পোর্টিং ক্লাব ও গ্রামবাসী।
অনুষ্ঠানে ভিপি জাহিদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিরা ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
এ সময় মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম, তাতে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, সেই ভালোবাসার আস্থা যেন রাখতে পারি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম, সেই ইশতেহার অনুযায়ী কাজ করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, ভিপি জাহিদের গর্বিত পিতা মোজহারুল ইসলাম এবং জামায়াত নেতা আব্দুল হান্নান প্রমুখ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...