Logo Logo

লামিন ইয়ামাল কি মেসি হবেন নাকি নেইমার?


Splash Image

ছবি: সংগৃহীত।।

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ভেঙেছেন একের পর এক রেকর্ড। মেসি-নেইমারের ছায়া মিশে থাকা এই বিস্ময়বালক এখন ফুটবলের নতুন সেনসেশন—তবে বিতর্ক ও চাপের মাঝেও কি তিনি ধরে রাখতে পারবেন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ?


বিজ্ঞাপন


মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল হয়ে উঠেছেন ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত তরুণ তারকা। বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ডের উত্থানটা যেন রূপকথার মতো—১৫ বছর বয়সে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে তার, আর এর পরের দুই বছরেই ইউরো, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ইতিমধ্যে তিনি হয়েছেন লা লিগা, ইউরো ও ক্লাসিকো—সব মঞ্চেই সর্বকনিষ্ঠ গোলদাতা। মাত্র ১৮ বছর পূর্ণ করার আগেই ইয়ামাল খেলেছেন ১২৭টিরও বেশি পেশাদার ম্যাচ এবং করেছেন ২৫ গোল।

ড্রিবলিং, পাসিং ও গোল করার ধরনে মেসির ছাপ স্পষ্ট হলেও ইয়ামালের মধ্যে নেইমারের আনন্দময় ফুটবলবোধও রয়েছে—খেলাকে উপভোগ করার মানসিকতা, আত্মবিশ্বাসী ভঙ্গি ও মাঠে সৃষ্টিশীলতার উচ্ছ্বাস। ছোটবেলা থেকেই ‘এমএসএন’ যুগের অনুরাগী ইয়ামাল নেইমারকেই নিজের অনুপ্রেরণা হিসেবে মানেন। তবে সাম্প্রতিক এল ক্লাসিকোতে বিতর্কিত মন্তব্য ও ম্লান পারফরম্যান্স তার ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যেই প্রথম বড় ধাক্কা হয়ে এসেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হারের পর সমালোচনার তীর এখন তার দিকেই, যদিও তখনও তিনি খেলছিলেন ইনজুরি সামলে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওয়ার্কলোড ও মিডিয়ার চাপের সঙ্গে তাল মেলাতে না পারলে ইয়ামালের প্রতিভা ক্ষয় হতে পারে। বার্সা ও স্পেনের কোচেরা তাই তাকে শান্ত থাকতে, মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে পরামর্শ দিচ্ছেন। মেসি-রোনালদোর উত্তরসূরি হিসেবে যাত্রা শুরু করা এই বিস্ময়বালকের ভবিষ্যৎ নির্ভর করছে—তিনি কতটা পরিণতভাবে জনপ্রিয়তা, প্রতিভা ও বিতর্কের ভারসাম্য বজায় রাখতে পারেন তার ওপর। এখন গোটা ফুটবল দুনিয়ার চোখ সেই দিকেই, ইয়ামাল কি সত্যিই হবেন “দ্য নেক্সট বিগ থিং”, নাকি অতিরিক্ত আলোয় হারিয়ে যাবেন প্রতিভার দীপ্তি?

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...