বিজ্ঞাপন
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নরসিংদীর মনোহরদীতে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অপরিষ্কার স্থানে ও নোংরা যন্ত্রপাতি ব্যবহার করে পাউরুটি, কেক, বিস্কুটসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পরে স্বাস্থ্যবিধি না মানার কারণে বেকারির মালিককে জরিমানা করা হয় এবং পরবর্তীতে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...