বিজ্ঞাপন
ডাকাতির প্রস্তুতি কালে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে পাঁচ মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীকে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলার পিরোজপুর-বরিশাল সড়কের চৌমাথা এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাও: আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো: জাকির মিয়া ও মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, মাদক কারবারি ও ইয়াবাসহ অসংখ্য মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে উদ্ধারকারী, চিকিৎসায় সহযোগিতাকারি ও সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। যার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ একত্রে এ মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। বক্তারা আরো বলেন, এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু মামলার মাধ্যমে নিরাপরাদ মানুষ যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হচ্ছে।
এর আগে গত ১৯ অক্টোবর কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাতির অভিযোগে মোঃ আলী হোসেন (৩৮) নামের এক যুবককে স্থানীয় মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...