Logo Logo

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ফের শোকের ছায়া, বলের আঘাতে আবারও এক যুবকের মৃত্যু


Splash Image

ছবি: সংগৃহীত।।

মেলবোর্নে অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাতে প্রাণ হারাল ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। এই ঘটনায় ২০১৪ সালের ফিল হিউজের মৃত্যুর স্মৃতি ফিরে এসেছে অস্ট্রেলিয়ায়।


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ায় আবারও ফিরে এলো ক্রিকেট মাঠের মর্মান্তিক এক স্মৃতি। ফিল হিউজের মৃত্যুর ১১ বছর পর একইভাবে ঘাড়ে বলের আঘাতে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার বেন অস্টিন। মাত্র ১৭ বছর বয়সেই জীবনের সেরা সময়টায় থেমে গেল তার পথচলা। মঙ্গলবার বিকেলে মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে ম্যাচের আগে অনুশীলনের সময় ঘটে যায় দুর্ঘটনাটি। নেটে ব্যাট করার সময় একটি বল সরাসরি এসে লাগে তার ঘাড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বেন। সতীর্থরা দ্রুত তাকে কাছের মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করেন।

বেন অস্টিন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন। তার ক্লাব থেকেই প্রথম মৃত্যুসংবাদটি জানানো হয়। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “বেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে শুধু আমাদের দলেরই নয়, মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবেরও একজন নিবেদিতপ্রাণ সদস্য ছিল। তার এই অকাল মৃত্যু আমাদের ক্রিকেট পরিবারে বড় এক শূন্যতা তৈরি করেছে।” জানা গেছে, ক্রিকেটের পাশাপাশি বেন ওয়েভারলি পার্কের হয়ে ফুটবলও খেলতেন।

ক্রিকেট অস্ট্রেলিয়াও এক বিবৃতিতে বেন অস্টিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। বেনের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।”

এই দুর্ঘটনা ক্রিকেটপ্রেমীদের মনে জাগিয়ে তুলেছে ২০১৪ সালের সেই বিভীষিকাময় দিনটির স্মৃতি, যখন শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটার ফিল হিউজ। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে নকশাগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবুও বেন অস্টিনের মৃত্যু আবারও মনে করিয়ে দিল, ক্রিকেট মাঠেও বিপদের ছায়া সবসময় লুকিয়ে থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...