Logo Logo

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ


Splash Image

ছবি : সংগৃহিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলেন তিনি। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


বিজ্ঞাপন


সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন তিনি। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন। এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।

এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...