Logo Logo

আবারও লাল বলের অধিনায়ক হচ্ছেন শান্ত


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে অনুষ্ঠিত শেষ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর আচমকাই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি, ফলে লাল বলের ফরম্যাটে অধিনায়কের পদটিও ছিল শূন্য। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শান্ত। জানা গেছে, শান্তকে রাজি করানোর দায়িত্ব ছিল জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারের ওপর, যিনি বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই নতুন টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়। ধারণা করা হচ্ছিল, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে দায়িত্ব যেতে পারে। তবে শেষ পর্যন্ত লিটন দাস ও মিরাজ দু’জনকেই পেছনে ফেলে আবারও টেস্ট দলের নেতৃত্ব পাচ্ছেন শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ প্রথমে শান্তকে রাজি করানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। পরে বোর্ডের নতুন এক পরিচালকের প্রচেষ্টায় শেষ পর্যন্ত মত পরিবর্তন করেন শান্ত। যদিও তিনি কতদিনের জন্য দায়িত্ব নেবেন, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, এবার দীর্ঘ মেয়াদের জন্যই লাল বলের অধিনায়ক হিসেবে দেখা যাবে তাকে।

এদিকে, লিটন দাসকে টেস্ট অধিনায়কত্বের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, টেস্ট দলের নেতৃত্ব পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই বড় সম্মানের বিষয়। তবে বিসিবির পক্ষ থেকে তাকে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা জানানো হয়নি। সবশেষে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণাই এখন অপেক্ষার বিষয়, যা প্রকাশ পেলেই নাজমুল হোসেন শান্ত আবারও টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...