ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এশিয়া কাপ শেষ হয়েছে এক মাস আগে। ভারত নবমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়লেও এখনো তাদের হাতে পৌঁছায়নি সেই প্রতীক্ষিত ট্রফি। বিষয়টি নিয়ে ক্রমেই বিরক্তি বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে। অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভিকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বিসিসিআই—এই সময়ের মধ্যে ট্রফি ভারতে না এলে আসন্ন আইসিসি সভায় বিষয়টি তোলা হবে বলে সতর্ক করেছে বোর্ড।
বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিত সাইকিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ৪ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসির ত্রৈমাসিক সভায় ট্রফি বিতর্কের বিষয়টি আলোচনার শীর্ষে থাকবে। তবে তার আগে যদি ট্রফি মুম্বাইয়ে পৌঁছায়, তাহলে সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশা করছেন তিনি। সাইকিয়া বলেন, “হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট। এক মাস পার হয়ে গেছে, তবুও ট্রফি এখনো আমাদের হাতে আসেনি। প্রায় ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি।”
তিনি আরও জানান, “তারা এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছে। তবে আমরা আশা করছি, এক-দুই দিনের মধ্যেই এটি আমাদের অফিসে পৌঁছাবে। যদি তা না হয়, তাহলে বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসির বৈঠকে তুলব।” ভারতীয় সমর্থকদের উদ্দেশে সাইকিয়া বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—ট্রফি এখনো আসেনি, কিন্তু অবশ্যই ফিরবে। আমরা পুরোপুরি প্রস্তুত।”
ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে। টানটান উত্তেজনার ম্যাচে ভারত শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় দেখা দেয় অস্বস্তিকর পরিস্থিতি—ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপর কোনো ব্যাখ্যা ছাড়াই ট্রফি অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, ফলে ভারতের শিরোপা উদ্যাপন হয় ট্রফি ছাড়াই।
বিসিসিআই কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, পাকিস্তানের একজন মন্ত্রীর কাছ থেকে ট্রফি নিতে তারা রাজি নন, তবে এর অর্থ এই নয় যে ট্রফিটিও তিনি নিয়ে যাবেন। অন্যদিকে এসিসি সভাপতি মহসিন নকভি দাবি করেন, তিনি ট্রফি দিতে প্রস্তুত ছিলেন, তবে চান ভারতের প্রতিনিধি এসে তার কাছ থেকেই সেটি গ্রহণ করুক।
এই টানাপোড়েনের এক মাস পরও পরিস্থিতি অনিশ্চিত। বিসিসিআইয়ের কড়া অবস্থান এবং আইসিসিতে বিষয়টি তোলার প্রস্তুতি নতুন মাত্রা যোগ করেছে এই ‘ট্রফি-নাটকে’। এখন প্রশ্ন একটাই—কবে অবশেষে ভারতের হাতে ফিরবে সেই এশিয়া কাপ ট্রফি?
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...