বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদর ফুটবল স্টেডিয়াম মাঠে এই গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে হাজারো নারী-পুরুষের ঢলে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মো. আব্দুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম (বিএসসি), জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা জুলফিকার চৌধুরী রানা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “একটি পক্ষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন।”
তিনি বলেন, “আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে হামলা-মামলা-জেলজুলুম উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছি। আজ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে।”
জনতার ঢল দেখে আবেগাপ্লুত কামরুল আরও বলেন, “এই অবহেলিত সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি যদি ধানের শীষের মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে সুষম উন্নয়নের একটি সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করব।”
রাজনীতিতে সততা ও জনকল্যাণের প্রতি তাঁর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “কয়েকদিন আগে জামালগঞ্জের এক কর্মী আমাকে ভালোবাসা থেকে দশ লাখ টাকার একটি চেক দিয়েছিলেন, কিন্তু আমি তা জনসমক্ষে ফেরত দিয়েছি। আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, টাকা কামানোর জন্য নয়।”
তিনি আশ্বস্ত করে বলেন, “আমি কোনো ভোগ-বিলাসে বিশ্বাসী নই। এই অবহেলিত হাওরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনই আমার রাজনীতির একমাত্র লক্ষ্য।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...