বিজ্ঞাপন
আজ (রোববার) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক আল নোমানকে শ্রেণিকক্ষে প্রবেশ করে স্থানীয় সাদ্দাম হোসেনসহ একদল বহিরাগত ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত করে। শিক্ষক লাঞ্ছনার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভে নামে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, "বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুব দ্রুত শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।"
শিক্ষককে লাঞ্ছিত করার মতো এমন ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...