বিজ্ঞাপন
ঘটনার স্থল ওয়াল্ডোর একটি আউটলেট। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক ভিডিও বার্তায় সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো জানিয়েছেন, “এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের হাসপাতালে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।”
স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরোর প্রতিবেদনে মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে জানানো হয়, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী রয়েছেন।
মেক্সিকোর রাষ্ট্রপতি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষও জানিয়েছেন, এই দুর্ঘটনাটি কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ডের অংশ নয়।
স্থানীয় কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তদন্ত করছে এবং আহতদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...