ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ফুটবলের প্রতি বাবার ভালোবাসা যেন রক্তে মিশে গেছেক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়রের । কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে এখন নিজেও ফুটবলকে ধ্যান–জ্ঞান বানাতে শুরু করেছেন। সম্প্রতি পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই গোল করে আলোচনায় এসেছে রোনালদো জুনিয়র। তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন্স কাপে ওয়েলসের বিপক্ষে ম্যাচে সতীর্থের পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার সেই গোলে লিড নেয় পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল এবং শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে জয় পায় তারা।
বাবার মতোই গোলের নেশায় মত্ত ক্রিশ্চিয়ানিনহো এগিয়ে চলেছেন ধাপে ধাপে বয়সভিত্তিক ফুটবলে। এই ধারাবাহিকতায় যেন রোনালদোর সেই স্বপ্নও পূরণের পথে—ছেলের সঙ্গে একদিন একসঙ্গে খেলার আশা তিনি আগেও ব্যক্ত করেছিলেন। যদিও তখনই তিনি জানিয়েছিলেন, “আমি তার সঙ্গে খেলতে ভালোবাসব, কিন্তু এটি আমার নয়, তার নিজের পথচলাই নির্ধারণ করবে ভবিষ্যৎ।”
অন্যদিকে, একইদিন সৌদি প্রো লিগে মাঠ কাঁপিয়েছেন সিআরসেভেন নিজেও। আল ফায়হার বিপক্ষে আল নাসরের হয়ে দুটি গোল করে দলকে ২–১ ব্যবধানে জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। প্রথমে পিছিয়ে পড়লেও ৩৭ মিনিটে সমতা ফেরান রোনালদো, আর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে স্পট-কিক থেকে নিশ্চিত করেন জয়। এই জোড়া গোলের সুবাদে তার পেশাদার ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২-এ, যা তাকে ১০০০ গোলের স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে।
রোনালদো আল নাসরের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন এবং চলমান সৌদি প্রো লিগে তার গোলসংখ্যা এখন ৮। সেই ধারাবাহিকতায় শীর্ষে আছে আল নাসর, সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে। একদিকে বাবার গোলের ধারাবাহিকতা, অন্যদিকে ছেলের ফুটবল যাত্রার সূচনা—দুজনেরই জয় যেন এক অনুপ্রেরণার গল্প রচনা করছে ফুটবল দুনিয়ায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...