বিজ্ঞাপন
রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে দেশের সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে কমে এলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নভেম্বর মাসজুড়ে আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...