Logo Logo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা


Splash Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি প্রথমবারের মতো অংশ নেবেন।


বিজ্ঞাপন


জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে বিসিবিতে আসছেন রুবাবা দৌলা। তিনি একজন খ্যাতনামা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। এর আগে একই মনোনয়ন থেকে বিসিবির পরিচালক হয়েছিলেন ইশফাক আহমেদ। তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কারণে নির্বাচনের পর তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনএসসি। পরবর্তীতে তার জায়গায় রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (CMO) হিসেবে কাজ করেছেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল।

ব্যক্তিগত জীবনে রুবাবা দৌলা প্রখ্যাত শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাইঝি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। পরবর্তীতে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশে নারীদের নেতৃত্ব ও বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...