ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা ভারত। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। এমন আনন্দঘন মুহূর্তে ভক্তদের আরও এক সুখবর দিলেন বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। জানিয়েছেন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে অনুষ্ঠিত হবে। সাংলি স্মৃতির জীবনের এক বিশেষ জায়গা—এখানেই কেটেছে তার শৈশব, স্কুলজীবন ও ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিনগুলো। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এই শহরেরই এক ঘনিষ্ঠ, পারিবারিক পরিবেশে।
স্মৃতি মান্ধানার হবু স্বামী পলাশ মুচ্ছল একজন জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’ এবং ‘তেরা হিরো ইধার হ্যায়’। পাশাপাশি ‘খুশ নুমা’, ‘ও খুদা’ ও ‘মুসাফির’-এর মতো স্বাধীন সংগীতের মাধ্যমে তিনি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।
স্মৃতির সঙ্গে সম্পর্কের বিষয়টি পলাশও নিশ্চিত করেছেন। এক অনুষ্ঠানে তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, “শিগগিরই সে (স্মৃতি) বউ হয়ে আসবে। ব্যস এতটাই বলতে চাই।” জানা গেছে, স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। দীর্ঘ পাঁচ বছর একে অপরের পাশে থাকার পর ২০২৪ সালের জুলাই মাসে নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তাদের বিয়ের খবর ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বিশ্বকাপজয়ের আনন্দের মধ্যেই স্মৃতি মান্ধানার জীবনের এই নতুন অধ্যায় ভক্তদের কাছে যেন আরও একটি উদ্যাপনের উপলক্ষ হয়ে উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...