Logo Logo

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের ক্ষোভ


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এই ৬৩ আসনের মধ্যে রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত আসন ব্রাহ্মণবাড়িয়া-২, যেটিতে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন অন্তর্ভুক্ত।


বিজ্ঞাপন


সোমবার (৩ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম রুমিন ফারহানার মনোনয়ন না দেয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, “বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও লিখেছেন, “সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।”

রাজনীতিক এবং দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, রুমিন ফারহানার মতো অভিজ্ঞ এবং ত্যাগী নেত্রীকে মনোনয়ন না দেওয়া রাজনৈতিক ও সামাজিক দিক থেকে দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...