ভোরের বাণী
ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
সৌদি আরবে পাড়ি জমানোর তিন বছর পর এবার কি নতুন গন্তব্যের পথে ক্রিস্টিয়ানো রোনালদো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। ইউরোপীয় অধ্যায়ের ইতি টেনে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ এই সুপারস্টার। আর এখন, সৌদি প্রো লিগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখলেন, "এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।"—এই এক লাইনের পোস্টেই শুরু হয়েছে তুমুল গুঞ্জন।
গতকাল সোমবার আল-ফাতেহর বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে আল-নাসরের হয়ে ৯৯তম গোল ও ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। যদিও দল হেরে যাওয়ায় আনন্দ ম্লান হয়ে গেছে। তবে এর থেকেও বড় খবর হয়ে দাঁড়িয়েছে তার রহস্যময় বার্তা, যা অনেকেই আল-নাসরের সঙ্গে সম্পর্কের ইতি টানার ইঙ্গিত হিসেবেই দেখছেন।
রোনালদোর বর্তমান চুক্তি চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে। এদিকে ফিফা আগামী ১-১০ জুন ক্লাব বিশ্বকাপ অংশগ্রহণকারী ৩২টি ক্লাবের জন্য একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো খুলছে। আল-নাসর এই টুর্নামেন্টে নেই, তবে সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাপী এ প্রতিযোগিতায়। এমন সময় গুঞ্জন আরও তীব্র হয়েছে যে, রোনালদো হয়তো ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেন অন্য কোনো ক্লাবের হয়ে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও সম্প্রতি ইউটিউবার আইশোস্পিডকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলাতে একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস কিংবা স্পোর্টিং লিসবন—রোনালদোর সাবেক ক্লাবগুলোর নামও আলোচনায় আসছে।
এদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইতোমধ্যেই নিশ্চিতভাবে ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন। ফলে রোনালদোকে এই আসরে দেখা গেলে, ফুটবলবিশ্বে আরেকবার আলোড়ন সৃষ্টি হতে পারে।
সৌদি প্রো লিগে এবার ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। যদিও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নিয়েছে আল-নাসর, আর লিগ শেষ করেছে তৃতীয় অবস্থানে থেকে। সবমিলিয়ে, রোনালদোর পোস্টে লেখা ‘গল্পটা এখনো লেখা হচ্ছে’—এই বাক্যই যেন নতুন যাত্রার ইঙ্গিত দিচ্ছে, যার পরিণতি জানতে ফুটবলপ্রেমীদের এখন অপেক্ষা ছাড়া গতি নেই।