ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্রস্তুতি জোরেশোরে শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটির অধীনে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু। এবারের আসর আয়োজনের দায়িত্ব আগেই পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি।
প্রতিষ্ঠানটি চলতি আসরসহ আগামী তিনটি মৌসুমের বিপিএল আয়োজন করবে। এবারের আসরে ছয়টি দল অংশ নেবে বলে প্রায় নিশ্চিত হয়েছে। তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স থাকছে না এই আসরে। নতুন করে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির নাম হতে পারে ‘রাজশাহী স্টার’, পাশাপাশি সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশালের দলগুলো নতুন মালিকানায় মাঠে নামবে।
যদিও গুঞ্জন ছিল রাজশাহী নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে, তবে মাঠের উন্নয়নকাজ শেষ না হওয়ায় এবারও তিনটি ভেন্যুতেই হবে বিপিএলের খেলা।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ম্যাচের অধিকাংশ অনুষ্ঠিত হবে ঢাকার বাইরের দুই স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কেবল প্রথম দিকের কয়েকটি ম্যাচ এবং শেষ পর্বের খেলা আয়োজনের সম্ভাবনা রয়েছে, মূলত উইকেটের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...