বিজ্ঞাপন
তবে সালাউদ্দিনের অধীনে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স বিশেষভাবে অনিবার্য ধারাবাহিকতা দেখাতে পারেনি। ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে স্থিরতা ও ধারাবাহিকতা তৈরি করতে পারায় সংশয় দেখা দিয়েছে।
গত সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ঠিক করা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
এর একদিনের মধ্যেই আবারও আলোচনায় এসেছে সালাউদ্দিনের নাম। আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই তিনি সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। যদিও বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা তার পদত্যাগপত্র পাননি।
বিস্তারিত জানতে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি চলছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণে তিনি শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।
এর আগে গত সোমবার বিসিবির সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। সাংবাদিকদের প্রশ্নে, ‘সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য নয়। তাঁকে সরানো হয়নি, বরং কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হয়েছে,’ বলেন রাজ্জাক।
ক্রিকেট ভক্তদের দৃষ্টি এখন মূলত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দিকে, যেখানে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যাটিং কোচ আশরাফুল দলের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলবেন, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...