বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, “দুষ্কৃতকারীরা বিভিন্ন অপকর্ম করবে। কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার। কার্যক্রম নিষিদ্ধ দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটাবে, এটিতে সাংবাদিকদের সচেতন থাকা প্রয়োজন। এছাড়া যারা জামিনে মুক্তি পাচ্ছে, তারা যদি অন্যায় করে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। পাশাপাশি গাজীপুরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন নিয়ে অনেক ফ্যাক্টর আছে, তবে যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন সকল অপপ্রচার ও চেষ্টা বিফলে যাবে। এছাড়া যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরও এবং নির্বাচন কমিশনেরও ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে নির্বাচনে কোনো সমস্যা হবে না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য অধিদপ্তরসহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...