বিজ্ঞাপন
নিহত সাইমা খানম আমতলী গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।
নিহতের দাদা সরওয়ার মিয়া জানান, সকালে বাজার করার উদ্দেশ্যে তিনি নাতনি সাইমা খানমকে নিয়ে মনসাবাড়ি বাজারে যান। বাজার করার একপর্যায়ে হঠাৎ হাত ফসকে সাইমা দৌড়ে রাস্তায় চলে যায় এবং ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সাইমা খানম মারা যায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...